চতুর্থ শিল্প বিপ্লব এর সঙ্গে তাল মিলিয়ে সার্বিকভাবে নিজেদেরকে আরও কিভাবে প্রস্তুত করা যায় তার অনুশীলনের অংশ হিসেবে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পোস্টার উপস্থাপন করেছে। ০৯ মার্চ ২০২৪ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র পোস্টার গুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা: সুজন শাহ-ই ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী এবং সিএসই বিভাগের প্রধান মোঃ হাবিব এহসানুল হক।
শিক্ষার্থীরা রোবোটিক্স, অ্যার্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি, সাইবার সিকিউরিটি, ভাচুর্য়াল রিয়্যালিটি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বায়োমেট্রিক রিকগনিশন প্রভূতি বিষয়ে নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন। প্রতি ব্যাচে দুইজন শিক্ষকের তত্ত্বাবধানে ২৯১ জন শিক্ষার্থী ৬৮টি দলে বিভক্ত হয়ে পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে।